সবারবেলায় সত্য বলি

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও বড়তাকিয়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে সীতাকুণ্ড এলাকার মাদামবিবি মোড় এবং বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মহিউদ্দিন (৩৮) ও আলেয়া বেগম (৪১)।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, বড়তাকিয়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বারো আউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মাদামবিবি মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলি মহিউদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.