সবারবেলায় সত্য বলি

কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে উপজেলা যুবলীগ নেতা মো. ফয়েজ রহমান রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চরপাথরঘাটা ইছানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।

জানা গেছে, ফয়েজ রহমান রাসেল এলাকায় একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ফয়েজ রহমান রাসেল কর্ণফুলী উপজেলা যুবলীগের সংগঠক। তিনি উপজেলার চরপাথরঘাটা ৯ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকার কালা মিয়া বাড়ির লালা মিয়ার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, যুবলীগ নেতা ফয়েজ রহমান রাসেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সিএমপির চান্দগাঁও থানায় পাঠানো হয়েছে।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.