সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো.আজম (৬০), নুর উদ্দিন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), মো.মাসুদ চৌধুরী (৩৭), মো.রাকিব মৃধা (২০), বিষ্ণু নাথ (২৪), তোরাফ ফকির (৩৪), মো.তসলিম (২৩), মো.হাসান (২০), মোহাম্মদ মহসিন (৩৬), মোহাম্মদ নাজিমউদ্দিন (৫৬), নুরে আলম প্রকাশ নুরু (২৫), রবি (১৮), মো.নাহিদ (১৯), মো. মুন্না আমিন (৩১), আয়েশা বেগম (৩২), আনোয়ার সাদেক (২৬), মো.সুমন (২৫), আইমান জাওয়াদ নাবিল (১৮), মো.রবিউল, মো. লোকমান (৬৬), মোহাম্মদ জামিল হোসেন (১৮), সাগরময় আচার্য্য (২৭), মো.আনোয়ার (২২), সাজ্জাদ হোসেন সাকিব (৩০), মো.ইমরান কাজী (২০), মো. সোহেল (৩১), মো.শহীদুল ইসলাম (৩০), রবিউল হোসেন (৩০), মো.সুজন (৩০), মো.জুয়েল (৩০), সৈয়দ আলম (২৬), সেলিনা আক্তার (২৪), হামিদা বেগম (৪০), মো.রাসেল (৪০) ও মো.লিয়াকত আলী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.