সবারবেলায় সত্য বলি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ পদে প্রার্থী ৪০

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৫ হাজার ৪০৪ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যৌথভাবে আইনজীবী ঐক্য পরিষদ নামে যৌথ প্যানেল ঘোষণা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ঘোষণা করে প্রচারণায় নেমেছে।

সাত্তার-হাসান-বারী প্যানেলে আইনজীবী ঐক্য পরিষদ সম্পাদকীয় ১০টি ও নির্বাহী সদস্যপদের ১১টি পদের মধ্যে সবকটি পদে প্রার্থী দিয়েছে। রশীদ-জাবেদ-মাহতাব প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সম্পাদকীয় ও নির্বাহী সদস্যপদের সবকটিতে প্রার্থী ঘোষণা দিয়েছিল। পরে নির্বাচন কমিশন নির্বাহী সদস্য পদের দুইজনের প্রার্থিতা বাতিল করে।

মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাড. মোহাম্মদ সোলায়মান বলেন, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আক্তারুজ্জামান রোমেল ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার চৌধুরী নামে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে সম্পাদকীয় ১০টি পদে প্রার্থী ২০ জন ও নির্বাহী সদস্যপদের ১১ পদে প্রার্থী ২০ জন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.