সবারবেলায় সত্য বলি

আলিফ হত্যা—১১ আসামিকে আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

ওই ১১ জন হলেন—প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) এবং দেবী চরণ (৩৬)। তারা সকলেই নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাড. মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আদালতে আনা হয়। তারা সবাই পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে হওয়া আরেকটি মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আদালত সূত্র জানায়, এদিন নিরাপত্তার স্বার্থে সকাল সকাল ওই ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদেরকে এজলাসে নেওয়ার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেছে। শুনানি শেষে একইভাবে তাদের আবার কারাগারে নেওয়া হয়।

এর আগে, গত ২৬ জানুয়ারি ওই ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাত সোয়া ৯টায় তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Get real time updates directly on you device, subscribe now.