‘মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগে চট্টগ্রামে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন প্রাণহরি আমিন একাডেমির সিনিয়র শিক্ষক আবু জাফর।
মামলায় আসামিরা হলেন— আবদুল্লাহ আল মামুন (৩৮), মো. মাজেদ (৩৫), রৌশন আখতার (৬৫) ও আমিনুল হক রিপন (৪০)। রৌশন আখতার প্রাণহরি আমিন একাডেমির সাবেক শিক্ষিকা।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ জুন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় প্রাণহরি আমিন একাডেমির সিনিয়র শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। পরে আবু জাফর প্রকাশিত সংবাদের প্রতিবাদে ওই পত্রিকায় প্রতিবাদলিপি দেন। কিন্তু কর্তৃপক্ষ প্রতিবাদলিপিটি প্রকাশ করেনি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেন আবু জাফর।
মামলার বাদী প্রাণহরি আমিন একাডেমির সিনিয়র শিক্ষক আবু জাফর বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় করতে সংবাদটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। আমি সংবাদটির প্রতিবাদে প্রতিবাদলিপি দিয়েছিলাম। কিন্তু তারা সেটি প্রকাশ করেনি। তাই আমি আমার দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতার সম্মানরক্ষার্থে মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মামলাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।