সবারবেলায় সত্য বলি

চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই নামে এক ট্রেন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ঈদ স্পেশাল ট্রেনটি সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে চলাচল করবে। একই ট্রেন এই দুই নামে দিনে দুবার আপ-ডাউন করবে।

বর্তমানে ট্রেনটি “ঈদ স্পেশাল ৯” নামে চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ১০টা ২০ মিনিটের দিকে কক্সবাজার পৌঁছে। আবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে “ঈদ স্পেশাল ১০” নামে কক্সবাজার থেকে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছায় রাত ১০ টার দিকে।

জানা গেছে, ১ ফেব্রুয়ারি থেকে এই ট্রেনটিই সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২১) নামে চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছবে। তারপর কক্সবাজার থেকে আবার প্রবাল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২২) নামে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামে আসার পর আবার একই নামে (ট্রেন নম্বর ৮২৩) ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছবে সন্ধ্যা ৭টায়। সেখানে পৌঁছে ট্রেনটি ফের সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২৪) নামে রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম এসে পৌঁছবে।

যাত্রা পথে সৈকত এক্সপ্রেস বিরতি দেবে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু স্টেশনে। আর প্রবাল এক্সপ্রেস বিরতি দিবে ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

এখন ঈদ স্পেশাল প্রতিদিন চলাচল করলেও নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

সোমবার (২০ জানুয়ারি) ১ ফেব্রুয়ারি থেকে এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, বর্তমানে যে ট্রেনটি একবার আপডাউন করে সেই একই ট্রেন একই রেকে ১ তারিখ থেকে দুইবার আপডাউন করবে। পুরোনো কোচ দিয়ে নতুন নামের ট্রেন চালানোর বিষয়টিও স্বীকার করে কোচ এবং ইঞ্জিন সংকটের কথা জানান।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.