কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে ডাকাত ও অপহরণকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক তরুণকে উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর। উদ্ধার হওয়া তরুণের নাম মো. সোহেল (২০)। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।
লে. কমান্ডার সালাহউদ্দিন জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত চক্রের অবস্থানের তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সশস্ত্র সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলি চালায়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পাহাড়ের গহীনে পালিয়ে যায়।
অভিযান শেষে সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০ রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৪ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় চক্রের হাতে অপহৃত মো. সোহেল নামের এক তরুণকেও জীবিত উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ এবং স্থানীয় সূত্র অনুযায়ী, গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ২৫৭ জন অপহরণের শিকার হয়েছে। এদের অধিকাংশকেই মুক্তিপণের জন্য আটকে রাখা হয়েছিল বলে জানা যায়।
উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এস স্টেশন কর্মকর্তা।