চট্টগ্রামে পৃথক অভিযানে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৪ জানুয়ারি) নগরের চান্দগাঁও, কোতোয়ালী এবং ফেনী মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন– মনজুর আলম (২৮), নিজাম উদ্দিন খাঁন (৫৭) এবং মো. বাবু (১৮)। গ্রেপ্তারদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও, কোতোয়ালী এবং ফেনী মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৯৪ গ্রাম হিরোইন এবং ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।