সবারবেলায় সত্য বলি

সেলিম পাঞ্জাবিকে ২ লাখ, পরিস্থানকে ১ লাখ টাকা জরিমানা

নগরের সেলিম পাঞ্জাবি ও পরিস্থানে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে উদঘাটন হয়েছে দেশি পাঞ্জাবিকে ‘ভারতীয়’ বলে বিক্রির প্রতারণার ফাঁদ। যা বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ত্রিশ হাজার টাকা দামে। অথচ এসব পাঞ্জাবি তৈরি হচ্ছে দেশিয় কারখানায়। ট্যাগ পাল্টে প্রতারণা দায়ে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) নগরের রিয়াজুদ্দীন বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার।

অভিযান সূত্রে জানা গেছে, ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ নামে প্রতিষ্ঠানে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ‘ইন্ডিয়ান’ পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল। এসব কারচুপিকাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে প্রতিষ্ঠানটি। প্রতারণামূলক এমন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘পরিস্থান’ নামে আরেকটি পাঞ্জাবির দোকানেও বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রি করছে। তারা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য অনেক বেশি রাখছে। একই অপরাধের দায়ে ওই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে অভিযানে ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি’ নামে একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা আবর্জনা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, দুই দোকানেই ইন্ডিয়ান ট্যাগ লাগিয়ে পাঞ্জাবি বিক্রি করছিল। এসব ক্রেতার সঙ্গে প্রতারণা এবং অপরাধ। তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের প্রতারণা করবে না বলে অঙ্গীকার করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.