সবারবেলায় সত্য বলি

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন তামান্না

কয়েকদিন আগে ফেসবুক ভিডিওতে কাঁড়ি কাঁড়ি টাকা ছড়ানোর ঘোষণা দিয়েছিলেন শারমিন আখতার তামান্না। বলেছিলেন, তা দিয়ে জামিনে বের করে আনবেন স্বামীকে; যিনি নানা অপরাধে অভিযুক্ত চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ। সেই তামান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন।

তবে জামিনের প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ফেসবুকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক পোস্টের পর পরই ওঠে এমন প্রশ্ন। তিনি জানান, ৩১৩ জনকে ডিঙিয়ে জামিন দেয়া হয়েছে তামান্নাকে। প্রমাণ হিসেবে আদালতের কজ লিস্টের একটি লিংকও পোস্টে সংযুক্ত করেন। যেখানে এমন ঘটনার সত্যতাও মেলে।

সায়ের লেখেন, ‘চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার পরবর্তীতে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে আজ (বুধবার) আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

আশ্চর্য‍ের বিষ‍য় হলো, আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে (৯ম তলায়, বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত) ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে, এবং তারপরই বিচারক, সাজ্জাদের স্ত্রী’ শারমীন আক্তার তামান্না’র মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সাথে আরো কয়েকটি মামলার শুনানি শেষ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এই কোর্ট ৫৪৭ টির মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি করেন আজ (বুধবার)। এবং ২০ এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্য দিবস ছিল। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ‍্য সংখ‍্যক নেতা-কর্মীকেও আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়।’

তিনি আরও লেখেন, ‘সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখল মূল সিরিয়াল ভেঙে যে কোন একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু ১৫০’র পর ৪৬৩ নম্বরে থাকা তামান্না পারভিনের (শারমিন আখতার তামান্না) মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেয়া হলো?

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন সিএমপি কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.