সবারবেলায় সত্য বলি

চেক প্রতারণার মামলায় মহিলা দলের নেত্রী কারাগারে

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় দণ্ডিত শাহিদা খানম নামে বিএনপির এক নেত্রীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার ২নং মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিদা খানম একই এলাকার আলী মাঝির বাড়ীর মাহমুদ সেলিম খানের স্ত্রী। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি ও বন্দর থানা সভাপতির দায়িত্বে আছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজকের বেলাকে বলেন, চেক প্রতারণার মামলায় প্রথম চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত শাহিদা খানমকে সাত মাসের কারাদণ্ডসহ চেক পরিমাণ ৭ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৮, ৩৭ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন শাহিদা খানম।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.