নগরের হালিশহর থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোস্তফা মিয়া প্রকাশ মোস্তফা মেকারকে ১৬ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
৫৫ বছর বয়সী মো. মোস্তফা মিয়া ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মাদ্রাজ গ্রামের মৃত আবু বক্কর মুন্সীর ছেলে।
র্যাব জানায়, ২০০৮ সালে হত্যার হুমকিসহ আঘাতের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন থানায় একটি মামলা রুজু হয়। মামলার বিচার কার্যক্রম চলাকালে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ১৬ বছর ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. মোস্তফা মিয়া নগরের হালিশহরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল (সোমবার) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ আইনের ৩২(২)/৪০ ধারায় একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।