সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে হত্যাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে হত্যা, অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হান্নান প্রকাশ লিটনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন ফেনী জেলার ফেনী থানার ফাজিলপুর এলাকার আব্দুল হাই প্রকাশ জাহাঙ্গীরের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত, হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদক মামলার সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা আব্দুল হান্নান প্রকাশ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ ১১ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, লিটনের বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদকসহ ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.