চট্টগ্রাম বন্দরের বিশ ফুটের একটি কন্টেইনার থেকে কয়েক হাজার বোতল বিদেশি মদ আটক করা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে মদের এই চালানটি আনা হয় বলে কাস্টমস কর্কর্তারা জানান।
বুধবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে কাস্টমস অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিটের অভিযান চলাকালে মদের চালানটি জব্দ করা হয়।
এআইআর ইউনিটের ডেপুটি কমিশনার খায়রুল বাশার জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০ ফুট কন্টেইনারটি আটক করা হয়েছিল। আজ সকাল থেকে মদের বোতলগুলো গণণা করা হচ্ছে।
এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন