সবারবেলায় সত্য বলি

আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ৬ মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে-এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায় থেকে ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর বিধি মোতাবেক প্রয়োজনে যেকোনো সময় অপারেটর নিয়োগ করতে পারবে, অপারেটরের সঙ্গে চুক্তি করতে পারবে।

তিনি বলেন, সাইফ পাওয়ারটেক আমাদের সঙ্গে অনেক বছর ধরে কাজ করে আসছিল। তাদের চুক্তির মেয়াদ শেষে ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই ছয় মাস শেষ হবে আগামী ৭ জুলাই। এবার আর তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে না।

বন্দর এখন নিজেই পরিচালনা করবে। কিন্তু এতে কিছু সমস্যা হতে পারে, কারণ বন্দরের অন্যান্য কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে-লোকবল তো একই। এসব বিবেচনায় নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি। এখন বন্দর কর্তৃপক্ষকে বিধি-বিধান ও অর্থনৈতিক দিক বিবেচনা করে ৬ মাস বা তার বেশি সময়ের জন্য অপারেটর নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

নৌ উপদেষ্টা আরও বলেন, বন্দরের এলাকায় নৌবাহিনীর ডকইয়ার্ড রয়েছে, যেটি তারা সম্প্রসারণ করছে। নৌবাহিনী বন্দর পরিচালনায় বেশি অভিজ্ঞ। তাদের নিজস্ব অপারেটর রয়েছে। এখন একটি চিঠির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌবাহিনীর একটি চুক্তি হবে।

তিনি আরও বলেন, সাইফ পাওয়ারটেক ১৬–১৭ বছর ধরে বন্দরে কাজ করছিল। তাদের সহযোগিতা যাতে নৌবাহিনী পায়, সে বিষয়ে তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন।

বন্দর পরিচালনার দায়িত্বে যেই আসুক না কেন, বন্দরের কারও চাকরি যাবে না। যে যেই পদে ছিলেন, সেই পদেই কাজ করবেন। কাউকে বাদ দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন সাখাওয়াত হোসেন।

ছয় মাস পর বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আছে, আপনারা সবাই জানেন। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।

Get real time updates directly on you device, subscribe now.