সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির ওপর হামলা

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক নিজামীর (৫৫) ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৮মার্চ) রাত ১০টার দিকে মিরসরাই পৌরসদরের লতিফীয়া গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে চিকিৎসার জন্য মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে পাঠানো হয়।

আজিজুল হক মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি উপজেলার পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে তারাবির নামাজ শেষ করে বের হওয়ার পরে রাস্তায় ৭-৮ জনের একদল দুর্বৃত্ত আজিজুল হক নিজামীকে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলার শিক্ষকেরা। তারা অবিলম্বে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান।

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আজকের বেলাকে বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.