সবারবেলায় সত্য বলি

হোয়াটসঅ্যাপে এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রি করতেন তিনি!

বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত আদিব (২৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আদিব পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকার গাজী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আদিব এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অর্থের বিনিময়ে তা বিক্রি করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, সে বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র সরবরাহ করে অসাধু উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করছিল। আটকের পর আদিবকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে।

প্রশাসন বলছে, এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এই ধরনের অনৈতিক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Get real time updates directly on you device, subscribe now.