সবারবেলায় সত্য বলি

ঘুষ লেনদেনে ভিডিও ভাইরাল, চবির নিরাপত্তা প্রধান বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়া বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে চবির অগ্রণী ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন।

জানা গেছে, ‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন চবির নিরাপত্তা প্রধান গোলাম কিবরিয়া।

এ ঘটনার পরপরই চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধ লেনদেন করেছে এটি আমরা প্রাথমিকভাবে দেখেছি। আমরা তাকে বরখাস্ত করেছি এবং প্রাথমিকভাবে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর রেজাউল আজিমকে রাখা হয়েছে। তিনি ফ্যাক্টস ফাইন্ডিং করে প্রতিবেদন জমা দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে৷

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Get real time updates directly on you device, subscribe now.