সবারবেলায় সত্য বলি

ঢাবিতে ভর্তির বিশেষ সুবিধা অভ্যুত্থানে শহিদ-আহত পরিবারের সদস্যদের

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ এবং আহতদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন। সম্প্রতি ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এই সুবিধা পাবেন বলে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহিদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহিদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।

Get real time updates directly on you device, subscribe now.