সবারবেলায় সত্য বলি

লাগামহীন চবি ছাত্রলীগ, ৩ দিন ধরে দফায় দফায় চলছে সংঘর্ষ

আধিপত্য বিস্তার ও পূর্ব ঘটনার জেরে তৃতীয় দিনের মতো সংঘর্ষে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে।

বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো— চবি ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে চলছে সংঘর্ষ।

জানা যায়, সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়ছে।

এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এবং রাতে দুই দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি রাতে সিক্সটি নাইন এবং বিজয় গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।

চবি’র প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পুলিশকে টিআর শেল নিক্ষেপ করতে বলা হয়েছে। তবে ছাত্ররা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় পুলিশ টিআর শেল নিক্ষেপে রাজি হয়নি।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.