সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

নগরের বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩ জুলাই) রাতে বহদ্দারহাটে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, আহত চারজনই ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা মোটামুটি ভালো।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে নগরের নিউ মার্কেট চত্বরে সমাবেশ শেষ করেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা টাইগারপাস, জিইসি মোড় ও বহদ্দারহাটে সমাবেশ করেন। সন্ধ্যা ৬টার দিকে দুই নম্বর গেটে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটে। এরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.