সবারবেলায় সত্য বলি

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের (প্রকাচৌক) রজতজয়ন্তী (সিলভার জুবিলি) অনুষ্ঠান উদযাপনের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনাতায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসানের সভাপতিত্বে ও অর্থ সচিব জিয়াউল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, সিনিয়র সহকারী অধ্যাপক শামসুন নাহার, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, সদস্য সচিব মেহেদী হাসান রিজভী ও ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজী প্রভাষক আব্দুল কাদের, আইসিটি প্রভাষক ওমর ফারুকসহ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য, অভিভাবক সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রজত জয়ন্তী অনুষ্ঠানের লোগো ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। লোগো দুটির ডিজাইন তৈরি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ১৬তম ব্যাচের সাজিদ উল্যাহ।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা ২৬ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীরা ৬০০ টাকা, কাপল প্যাকেজ ১ হাজার টাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের ক্ষেত্রে ২০০ টাকা ৫ বছরের কম হলে রেজিস্ট্রেশন ফ্রি। নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.