সবারবেলায় সত্য বলি

এপ্রিলের আগেই চারুকলা ইনস্টিটিউটকে চবি ক্যাম্পাসে স্থানান্তর

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে ক্যম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিষয়টি জানান চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।

এর আগে ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে নগরে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেন।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব হিসেবে সব কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা যাতে কোনো আন্দোলনে যেতে না হয়, সেজন্য সকল প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের চাওয়া মানে আমাদেরই চাওয়া।

আমরা ইতোমধ্যে ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। চারুকলার পরবর্তী একাডেমিক কমিটির মিটিংয়ে আমরা থাকবো। ইতোমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আগামী ৩১ মার্চের মধ্যে চবির কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে পুনরায় স্থানান্তর করবো। এর আগ পর্যন্ত আপনারা আমাদের সময় দিন। সর্বোচ্চ ১ এপ্রিলের মধ্যে আপনারা মূল ক্যাম্পাসে ফিরে আসবেন।

আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.