সবারবেলায় সত্য বলি

করোনায় দ্বিতীয় মৃত্যু চট্টগ্রামে

করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেছা নামে ওই নারীর বয়স ৭১ বছর।

তিনি গত ৩ দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৬টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১ জন, শেভরন ল্যাবে ৩ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। এদিকে করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Get real time updates directly on you device, subscribe now.