সবারবেলায় সত্য বলি

শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বক্তব্যগুলো একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব আজ বিকেল ৫টায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে করা হয়েছিল।

তিনি বলেন, তাকে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, তবে দুঃখজনক যে, বাংলাদেশের কর্তৃপক্ষের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোন ভূমিকা নেই। বিষয়টিকে ভারত সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করলে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।

তিনি বলেন, যদিও ভারত সরকার একটি পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালাবে। তবে আমরা আশা করি, বাংলাদেশও একইভাবে সাড়া দেবে এবং এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রতিদান দেবে।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.