সবারবেলায় সত্য বলি

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম

সম্পত্তির ভাগ না দেওয়ায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃদ্ধ বাবা- মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে আবুল কালাম কালন (৩৮) নামে এক মাদকাসক্ত যুবক। এ ঘটনার পর পালিয়ে যাবার সময় তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই এলাকার মো. আব্দুর রহিম (৭০) ও তার স্ত্রী আমেনা বেগম (৬০)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার ওপর অমানসিক নির্যাতন চালিয়ে আসছিল ছেলে আবুল কালাম কালন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে মা-বাবাকে আবারো সম্পত্তির ভাগ-ভাটোয়ারা চেয়ে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে বাবা-মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক। তিনি বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Get real time updates directly on you device, subscribe now.