খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশ ভূখণ্ডে জোরপূর্বক ঠেলে পাঠানো হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, মাত্র আট দিনের ব্যবধানে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে পুশইন হওয়া এসব লোকজনকে স্থানীয় বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জুন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ। গত কয়েক মাস ধরেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে দফায় দফায় এ ধরনের পুশইনের ঘটনা ঘটছে, যা নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।