সবারবেলায় সত্য বলি

‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হয়েছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন তার প্রাথমিক চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং তার সফরসঙ্গী ডা. আল মামুন ওভার টেলিফোনে বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক ছাড়াও পরিবারের সদস্য উপস্থিত আছেন।

এর আগে, বাংলাদেশ সময় ২ টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর টার্মিনালে খালেদা জিয়ার স্বাগত জানান ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। সেখানে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। পরে বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে গুলশানের বাসায় যান খালেদ জিয়া। ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে তার। ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। ২৭ এপ্রিল কোভিড-১৯ চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

২০২১ সালের ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন তিনি, দ্বিতীয় ডোজ নেন ১৮ আগস্ট। ২৫ অক্টোবর একটা ছোট অপারেশন করা হয় তার। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি করোনার তৃতীয় ডোজ টিকা নেন। ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে মধ্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন। ২২ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল যান। ফের অসুস্থ হলে ২৮ আগস্ট এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন। ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল যান। ২৯ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। ৪ মে হাসপাতাল থেকে বাসায় আসেন। এর পর ১৩ জুন ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। কিছুদিন চিকিৎসার পর বাসায় ফেরেন। এর পর ফের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

এ বছর ২৫ অক্টোবর আমেরিকার তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন খালেদা জিয়ার চিকিৎসা দিতে। ২৬ অক্টোবর তারা খালেদা জিয়ার অপারেশন করেন। ২৮ অক্টোবর চিকিৎসকরা চলে চান।

২০২৪ সালের ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন পর বাসায় ফেরেন খালেদা জিয়া। ৮ ফেব্রুয়ারি আবার হাসপাতালে যান স্বাস্থ্য পরীক্ষার জন্য। ৩১ মার্চ হাসপাতালে ভর্তি হন। ২ এপ্রিল বাসায় ফেরেন। ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে যান খালেদা জিয়া। ২ মে হাসপাতাল থেকে বাসায় আসেন। ২২ জুন আবার হাসপাতালে ভর্তি হন। ২ জুলাই বাসায় আসেন। ৮ জুলাই আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। ২১ আগস্ট বাসায় ফেরেন। ২১ সেপ্টেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.