জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া মানবিক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য একটা নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।
বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে। যার কিছু কিছু মানবিক এবং আর কিছু মনে আমাদের কাছে হয়েছে যে আইনগতভাবে যৌক্তিক।
তিনি বলেন, আমরা একটা কমিটি ফরম করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে। এবং সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি সংশোধনের জন্য, তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়। আর যেগুলো আইনগতভাবে সম্ভব নয় সেগুলো কিভাবে নাকচ করে দেওয়া যায়।
তিনি আরো বলেন, ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সাম্প্রতিক বেশকিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে।