সবারবেলায় সত্য বলি

ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতীয় মিডিয়া: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতীয় মিডিয়া।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অপপ্রচারের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে জঙ্গিদের লিডার প্রমাণে ভারতীয় মিডিয়া মিলিয়ন ডলার খরচ করছে।

শফিকুল আলম বলেন, ‘তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দুবছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে।’

বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেস সচিব।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.