সবারবেলায় সত্য বলি

ঈদের ফিরতি যাত্রায় ট্রেনে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রায় ট্রেন ভ্রমণে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী’র সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা বাড়তে থাকায়, জনসমাগমপূর্ণ স্থানে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এমন স্থান এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঈদের পরবর্তী ট্রেনযাত্রায় সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ট্রেন স্টেশন ও চলন্ত ট্রেনেও স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে রেলপথ মন্ত্রণালয় থেকে।

Get real time updates directly on you device, subscribe now.