সবারবেলায় সত্য বলি

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ইইউর স্বস্তি: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইউরোপীয়ন ইউনিয়ন। এবং প্রত্যাশা করে স্বচ্ছভাবে পার্লামেন্ট চলমান থাকে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা ১১টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত।

আমীর খসরু জানান, বৈঠকে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে অনুদান-ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

তিনি বলেন, বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন একমত পোষণ করেছে এবং এর জন্য ফান্ডিং করতে চায়।

Get real time updates directly on you device, subscribe now.