সবারবেলায় সত্য বলি

উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার, ২১ জুলাই) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে দেড়টার দিকে বিধ্বস্ত হয়। আইএসপিআরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজের চত্বরে আছড়ে পড়ে। ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।’

Get real time updates directly on you device, subscribe now.