দেশদ্রোহী মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্টেপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তবে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী এড. সৌরভ কান্তি দাশ। এর আগে সকাল ১০ টায় কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে আনা হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
এদিকে তাকে আদালতে আনার খবরে তার ভক্তরা সকাল থেকে আদালতের সামনে জড়ো হতে দেখা যায়। তাকে মুক্তি দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। যদিও আদালত প্রাঙ্গণে বিজিবি ও পুলিশ সদস্যরা অবস্থান করছিল।