সবারবেলায় সত্য বলি

বর্ষীয়ান রাজনীতিক নোমানের মৃতুতে চট্টগ্রামে শোকের ছায়া

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৬টায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান স্যার বাসায় ইন্তেকাল করেন। সেখান থেকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আজকে (মঙ্গলবার) চট্টগ্রাম আসার কথা ছিল। আজকে (মঙ্গলবার) ও আগামীকাল (বুধবার) চট্টগ্রামে বিএনপির একাধিক কর্মসূচিতে অংশ গ্রহণ করার কথা ছিল। জানাজা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে বর্ষীয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থগিত করা হয়েছে মঙ্গলবারের অনুষ্ঠিতব্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশ।

প্রসঙ্গত, ১৯৯১ সালে নগরের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.