সবারবেলায় সত্য বলি

অগ্নিসন্ত্রাস প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের বীভৎস চেহারা আবার বেরিয়েছে। পুলিশকে কিভাবে মারলো? এরা কি মানুষ? এদের কি মনুষত্ববোধ আছে। তার (পুলিশ সদস্য) কী অপরাধ ছিল?

বিএনপির অতীতের নাশকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, এটা নতুন না। ২০১৩, ২০১৪, ২০১৫ সালেও একই ঘটনা ঘটিয়েছে। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আজকে বলব, সময় এসে গেছে, কারও জন্য অপেক্ষা না করে যেখানেই অগ্নিসন্ত্রাস সেখানেই সবাইকে প্রতিরোধ করতে হবে। জনগণকে এগিয়ে আসতে হবে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ওরা (বিএনপি) জানে, নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। মানুষ এখন তাদের প্রতি বিমুখ। বিএনপি নির্বাচন চায় না। তারা নির্বাচন বানচাল করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.