সবারবেলায় সত্য বলি

চট্টগ্রাম নগর বিএনপির কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তিন মাসের এ কমিটির কেটেছে সাড়ে তিন বছর।

বৃহস্পতিবার (১৩ জনু) রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও বরিশাল মহানগর কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে। তবে চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দল না মিটলে নতুন কমিটি সহসা হচ্ছে না বলে জানা গেছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.