সবারবেলায় সত্য বলি

কুমিল্লায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজর আলী মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক জনরোষ তৈরি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়। এরপর পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল অভিযুক্ত ফজর আলীকে চিকিৎসা শেষে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।

এর আগে ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- পাঁচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

Get real time updates directly on you device, subscribe now.