সবারবেলায় সত্য বলি

নেপালের বিদায়ে যেমন হলো বাংলাদেশের সুপার এইট সমীকরণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল জিতলে বিপদ হতে পারতো বাংলাদেশের। কিন্তু মাত্র ১ রানে হেরে সাকিব-শান্তদের কাজ সহজ করে দিয়েছে নেপালিরা।

‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে যেতে হলে এই নেপালকে হারালেই চলবে বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে শেষ আটে। কারণ পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পাবে বাংলাদেশ। তাতে তাদের মোট পয়েন্ট হবে ৫। নেদারল্যান্ডস যদি নিজেদের শেষ ম্যাচে জিতেও যায়, তাহলেও ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে তাদের।

তবে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে রানরেটের হিসাব সামনে আসবে। তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দলেরই পয়েন্ট হবে সমান ৪। রানরেট কম থাকলে বাদ পড়বে বাংলাদেশ। নেট রানরেটের দিক থেকে বাংলাদেশ (+৪৭৮) এখন পর্যন্ত নেদারল্যান্ডসের (-০.৪০৮) চেয়ে অনেক এগিয়ে।

এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা আটের লড়াইয়ে ছয় দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি আছে দুই দল। দৌড়ে আছে চার দল। বাংলাদেশ, নেদারল্যান্ডস ছাড়াও আছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এদের মধ্যে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের মধ্যে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘প্রথম’ গ্রুপে। যেখানে তাদের সাথে থাকবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ কোয়ালিফাই এই গ্রুপে পড়বে।

ইংল্যান্ড ও স্কটল্যান্ড থেকে কোয়ালিফাই করা দল যাবে সুপার এইটের ‘দ্বিতীয়’গ্রুপে। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.