সবারবেলায় সত্য বলি

শেষ ওভারের রোমাঞ্চে হেরে আইরিশদের কাছে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ম্যাচ জিততে শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিলো ১৫ রান। মন্থর উইকেটে সমীকরণ মোটেও সহজ না। তবে সেই কাজটা দারুণ ব্যাটিংয়ে করে নিলেন লাউরা ডেলানি। স্বর্ণা আক্তারকে তিন চারে হতাশ করে তার দলকে পাইয়ে দিলেন স্মরণীয় জয়। আগেই সিরিজ হারা বাংলাদেশ শেষ ম্যাচেও পেল না সান্ত্বনা।

সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ড। বাংলাদেশের করা ১২৩ রান তারা টপকে গেছে ১ বল আগে।

ম্যাচ জেতানো ইনিংসে ৩১ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেলানি। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.