সবারবেলায় সত্য বলি

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক, ১২ কিশোর আটক

কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম। তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

পুলিশ জানায়, ওই কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.