সবারবেলায় সত্য বলি

প্রাইভেটকারে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন রয়েছে।

আবদুল হাকিম চালকের বাম পাশে বসা ছিলেন। তার পাশের জানালায়ও একাধিক গুলির চিহ্ন রয়েছে। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামার রয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে দেখা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.