সবারবেলায় সত্য বলি

‘মুজিব: একটি জাতির রূপকার’—রুহেলের সৌজন্যে উপভোগ করল মিরসরাই আ.লীগ

‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণের ঘোষণা থেকে এ দেশের দর্শকের মাঝে বেশ আলোচনা তৈরি হয়েছে। সবাই অপেক্ষায় ছিলেন জাতির পিতাকে কবে সেলুলয়েড পর্দায় দেখবেন। চট্টগ্রামে সেই অপেক্ষার শেষ হয়েছে।

চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে ‘মুজিব: একটি জাতির রুপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। মিরসরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্বুদ্ধকরণে এ প্রদর্শনীর আয়োজন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

শনিবার (১৪ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সে দুপুর ৩টা ২০ থেকে প্রদর্শনী শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। মিরসরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিনামূল্যে এ প্রদর্শনী উপভোগ করেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এ চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর সম্পর্কে প্রকৃত বিষয় জানবে। এটি প্রত্যেকটা বাঙালির জানা উচিত। চলচ্চিত্রটি নির্মাণে যারা যারা কাজ করেছেন তাদের ‍মিরসরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এছাড়াও মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সম্পর্কে জানাতে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে এ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

আমাদের অভিভাবক ও মিরসরাইয়ের আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইকে ধন্যবাদ, তিনি উনার প্রতিষ্ঠানে আমাদের এ চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছেন।— যোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধুর মতো কিংবদন্তি নেতাকে বড় পর্দায় চিত্রিত করা সহজ কাজ নয়। চলচ্চিত্রটি আমাদের এমন এক যাত্রার মধ্যদিয়ে নিয়ে যায় যেখানে মুজিব হয়ে উঠেন বঙ্গবন্ধু এবং শেষ পর্যন্ত জাতির পিতা। চলচ্চিত্রটির মাধ্যমে আমিও অনেক অজানা তথ্য জানতে পারলাম।

তিনি বলেন, চলচ্চিত্রের শেষে আমি এতটাই আবেগপ্রবণ ছিলাম যে, চোখের জল ধরে রাখতে পারিনি। একটি সার্বভৌম জাতি উপহার দিতে জাতির পিতাকে যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা জানতে সবাইকে এই ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সহপ্রচার সম্পাদক আজিজুল হক আজিজ, সদস্য গিয়াস উদ্দিন, সঞ্জয় বড়ুয়া ও জয়নাল আবেদীন রানা।

এছাড়াও অন্যান্যের মধ্যে ১১নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ১২নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবের আহম্মদ নিজামী, ১৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রসীদ, ৬নং ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৮নং ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৫নং ইউপি চেয়ারম্যান মুফিজ সারেং, ১৬নং ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ১১নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিফ নিজামী সৈকত, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন শাহীন ও ছাত্রলীগ নেতা শেখ শিপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটিতে দেশবিদেশের দুই শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.