সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম উদ্দিন ভূঁইয়া (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম উদ্দিন ভূঁইয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারইয়ারহাট এলাকার মহিউদ্দিন স্বপনের ছেলে। নাঈম বারইয়ারহাট ডিগ্রি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত শাহিনুর রহমান (২৪) একই এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক লোক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে দ্রুতগতির একটি বাইকের সামনে হঠাৎ মানসিক ভারসাম্যহীন এক লোক চলে আসে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লোকটিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ সড়ক ডিভাইডারে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন নাঈম।

নিহত নাঈমের কাকা শামসুদ্দিন ভূঁইয়া আজকের বেলাকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার ভাতিজা তার আরেক বন্ধুসহ মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের উদ্দেশে যাত্রা করে। এরপর কমলদহ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে সে। আমার ভাইয়ের ৩ মেয়ের মধ্যে ১টি মাত্র ছেলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান বলেন, নাঈম উদ্দিন ভূঁইয়া ও শাহিনুর রহমান দুজন সড়ক দুর্ঘটনায় রোগী নিয়ে আসে পুলিশ। নাঈম হাসপাতালে আসার আগে মারা যায়। আহত শাহিনুর চিকিৎসা নিয়ে চলে গেছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন আজকের বেলাকে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লেগে নাঈম উদ্দিন ভূইয়া ঘটনাস্থলে মারা যায় এবং মোটরসাইকেল চালক শাহিনুর রহমান আহত হয়। নিহত নাঈমের লাশ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.