সবারবেলায় সত্য বলি

ফটিকছড়িতে কৃষি জমির মাটি কাটার দায়ে কারাদণ্ড

ফটিকছড়িতে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে মো. রাব্বি (৩৩) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন আজকের বেলাকে বলেন, অনুমতি ছাড়া কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর কাটার অপরাধে মো. রাব্বি নামের এক যুবককে অপরাধের স্থান হতে আটক করা হয়।

সরেজমিন দেখা যায়, জাহানপুর এলাকার আবু আহমদের মালিকাধীন প্রায় ২০ শতক কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এ সময় ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত ৩টি ড্রাম ট্রাক নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এফকে/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.