তারাবির নামাজ শেষে মসজিদের মাইকে লোকজন জড়ো করে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় পাল্টা গুলিতে কয়েকজন এলাকাবাসী আহত হন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়ার ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাঞ্চনার নেজাম নামের এক রাজনৈতিক কর্মী গত ৫ আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। তিনি এলাকায় চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
সোমবার রাতে নেজাম কয়েকজন সহযোগী নিয়ে ছনখোলা এলাকায় যান। এ সময় তারাবির নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা নেজামকে দলবলসহ দেখে মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকায় ডাকাত পড়েছে।
এতে ক্ষিপ্ত হয়ে নেজাম এলাকাবাসীর ওপর গুলি চালান। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হলে ক্ষিপ্ত এলাকাবাসী নেজাম ও তার সাথে থাকাদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলে নেজাম ও ছালেক নামে দুজন মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহত দুজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। গুলিবিদ্ধ অন্তত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।