সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ড পরবর্তী পুনর্গঠন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। সোমবার (৩ মার্চ) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সেনা জোন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালিকে আবারো পুনর্গঠনে কাজ করছে সেনাবাহিনী। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের বসতঘর ও কর্মসংস্থান তৈরিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
লে. কর্নেল মো. খাইরুল আমিন বলেন, ‘পাহাড়ের পর্যটন বিকাশে সেনাবাহিনী, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের অবদান রয়েছে। সামনের দিনগুলোতেও সকল পক্ষের সহযোগিতায় একটি পরিকল্পিত পর্যটন হিসেবে সাজেক ভ্যালিকে সাজিয়ে তুলতে হবে।’
সভায় স্থানীয়রা সাজেকে পানির চৌবাচ্চা ও হাসপাতাল নির্মাণ, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে সড়ক প্রশস্তকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জোর দাবি জানান।