সবারবেলায় সত্য বলি

বিমানবন্দরে গ্রেপ্তার রাঙ্গুনিয়া যুবলীগ সভাপতি ইউনুছ

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কাতার যাওয়ার সময় রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন বলে জানা যায়।

মো. ইউনুছ উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের মরহুম বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর এসব মামলা হয়।

মো. ইউনুছ পরপর দুবার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন উপজেলা যুবলীগের শীর্ষ এ নেতা।

Get real time updates directly on you device, subscribe now.