সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই উপজেলায় পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে উদয় দেবনাথ (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম তেতৈয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত উদয় দেবনাথ ওই গ্রামের টিটু দেবনাথ ও পিংকিং দেবনাথ দম্পতির জ্যেষ্ঠ ছেলে। সে স্থানীয় তেতৈয়া নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উদয় তার সহপাঠী ও পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির সামনের পুকুরে স্নান করতে নামে। তারা মিলে কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল। একপর্যায়ে উদয় হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।

পরে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখি, তার আগেই মৃত্যু হয়েছে।

হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের খেলাধুলার সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Get real time updates directly on you device, subscribe now.